WB Tab Scam: আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন পড়ুয়ার অ্যাকউন্টে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda Live: আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন পড়ুয়ার অ্যাকউন্টে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। একই ব্যাঙ্কের অন্য শাখআয় ৭জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে এবং তা তুলে নেওয়া হয়েছে। কী করে ভূতুড়ে অ্যকাউন্টে টাকা ট্রান্সফার? তৈরি ধোঁয়াশা আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগে দায়ের স্কুল কর্তৃপক্ষের।  '১৪৭ জন ছাত্রছাত্রীর ট্যাব পাওয়ার কথা, কিন্তু ৭ জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি'। পুলিশ তদন্ত করছে', জানালেন স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দাশগগুপ্ত।

রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram