Weather News: রবিবারের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা, কমবে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর
ABP Ananda LIVE : সকালে রোদ ঝলমলে আকাশ, বেলার দিকে আংশিক মেঘলা থাকার পূর্বাভাস। কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। রবিবারের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা, কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, বৃষ্টি হচ্ছে কোচবিহারে। পার্বত্য এলাকায় অতিবৃষ্টির কারণে ফের ধসের আশঙ্কা। পাহাড়ি রাস্তায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কা। আবহাওয়ার কারণে আজও গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা।
আরও খবর...
২০০২-এর ভোটার তালিকা দেখবেন কীভাবে? কী কী পদ্ধতিতে চট করে পাবেন নিজের নাম?
অন্যদিকে, BLO দের ঘাড়েই SIR-এ র মূল দায়িত্ব! কিন্তু কী করে জানবেন আপনার BLO কে? তাঁর কাছে যদি কিছু জানার থাকে তাহলে কী করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি Booth Level Officer বা BLO-র সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, ‘Book-a-Call with BLO’-র মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ecinet অ্যাপ।
Connect with election officials- এ গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে BLO সংক্রান্ত তথ্য। পাশাপাশি, হেল্প লাইনও চালু করেছে ECI। টোল ফ্রি নম্বরটি হল 1800-11-1950। পরিষেবা মিলবে সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভোট সংক্রান্ত যে কোনও রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জাবানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য State Contact Centre বা SCC এবং Distric Contact Centre বা DCC তৈরি করা হয়। যে কোনও অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে।