WB: অধীর, সুজন, শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিয়েছেন সুদীপ্ত সেন, তাঁদের কেন ED ডাকে না? প্রশ্ন অভিষেকের
অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত বয়ান দিয়েছেন সুদীপ্ত সেন। তাঁদের কেন ED ডাকে
না? সাগরদিঘিতে ভোটের প্রচারে গিযে, এভাবেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিরোধী তিন দলকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রমাণ থাকলে আদালতে যান। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। সবাই জানে দিদি-মোদির সমঝোতা। মন্তব্য করেছেন অধীর চৌধুরী।