SSC Case: শুধু তৃণমূল নয়, SSC-র দাগি-তালিকায় মিলেছে বিরোধীদের কানেকশনও !

ABP Ananda LIVE : SSC-র প্রকাশিত 'দাগি'-তালিকায় খোঁজ মিলেছে বিজেপি-সিপিএম নেতাদের আত্মীয়দেরও! যেমন, 'দাগি'দের তালিকায় ১১২ নম্বরে রয়েছে অনুপকুমার মৃধার নাম। যিনি উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক অসীমকুমার মৃধার ভাই। ইসলামপুরের ধনতলা হাইস্কুলে শিক্ষকতা করতেন। এনিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, "বিচারাধীন বিষয়। এ বিষয়ে কিছু বলার নেই। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট যোগ্য় বিচার করে দোষীদের শাস্তি দেবে।" দাগিদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই সকুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। এপ্রসঙ্গে বিজেপি নেতা সুরজিৎ সরকার রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। দাগিদের তালিকায় ১ হাজার ১৮৬ নম্বরে নাম রয়েছে, সিপিএম নেতা, বনগাঁ এরিয়া কমিটির প্রাক্তন সদস্য় রীতেশ ঘোষের। এনিয়ে যোগাযোগ করা হলে, সিপিএম নেতা রীতেশ ঘোষ বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্য়াখ্য়া করে, ইচ্ছাকৃতভাবে SSC যে কাজটা করেছে, এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয়, আমরা যাব। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola