WBSSC : 'দাগি'-তালিকায় শুধু পানিহাটি নয়, জড়িয়েছে চোপড়ার তৃণমূল বিধায়কের নামও
ABP Ananda LIVE :শুধু পানিহাটি নয়, SSC-র দাগি তালিকা নিয়ে, চোপড়ার তৃণমূল বিধায়কেরও নাম জড়িয়েছে। হামিদুল রহমানের মেয়ের নাম জ্বলজ্বল করছে তালিকায়। যদিও প্রথমে তালিকায় তাঁর নাম ছিল না, যে দুজনের নাম পরে যোগ করা হয়, তাতেই ছিল বিধায়ক-কন্য়ার নাম। পিছিয়ে নেই, তৃণমূলের জেলার অন্য় নেতারাও।
শনিবার এসএসসি-র প্রকাশ করা দাগিদের তালিকা জুড়ে যেন তৃণমূলের ছড়াছড়ি। মন্ত্রী-বিধায়ক কন্যা তো বটেই। তালিকায় নাম জুড়েছে তৃণমূলের একাধিক জেলা স্তরের এমনকী ব্লক স্তরের নেতা-নেত্রীদেরও। যেমন শনিবার রাতে প্রকাশিত দাগিদের দ্বিতীয় তালিকায় নাম রয়েছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের। যদিও সে বিষয়ে হামিদুল রহমান জানিয়েছেন, "আইনি পথে যাবেন তিনি।" তালিকায় ৮৭৮ নম্বরে নাম রয়েছে, তৃণমূল নেত্রী ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের। ঘটনাচক্রে, এই বাগদারই মামা-ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। যার বিরুদ্ধে ভুরি ভুরি চাকরি বিক্রির অভিযোগও রয়েছে। তালিকায় ৯৮৮ নম্বরে নাম রয়েছে রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতির স্বামী পরিমল মণ্ডলের। সেই তালিকারই ৫৮৬ নম্বরে আবার নাম রয়েছে তাঁর বোন কাবেরী মণ্ডলেরও। তাঁরা যে একসঙ্গে এই চাকরি পেয়েছিলেন, সে কথা জানিয়েছেন তাদের আত্মীয়রাও। তালিকার ৪৪২ নম্বরে নাম রয়েছে বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের। সেই সঙ্গে ৬৪৭ নম্বরে নাম রয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষেরও। যদিও, এই নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলেছেন তিনি।