TET Agitation: 'আমরা মার খেতেই এসেছি', দাবি আন্দোলনকারীদের। Bangla News
আন্দোলনের ৮০ ঘণ্টা, অনশনের ৫৭ ঘণ্টা পার, অনড় আন্দোলনকারীরা। হাইকোর্টের নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ। করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের
Tags :
Agitation Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tet Scam