Weather Rain Alert: গভীর নিম্নচাপ-মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা, ভারী বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে দুর্যোগ

গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনাজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট।কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশ কিছু বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটির মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা ও শহরতলিতে রাতভর বৃষ্টি। গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গড়িয়ার কামডহরিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি ৫৪ মিলিমিটার। গত ৮ ঘণ্টায় দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ট্যাংরায় ৩৯, শিয়ালদার পামার ব্রিজে ৩৮, উল্টোডাঙায় ৩৮, তপসিয়ায় সকাল ৮টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৩৭ মিলিমিটার। এর মধ্যেই কলকাতা পুরসভা জানিয়েছে, আজ বেলা পৌনে ১১টা নাগাদ গঙ্গায় জলস্তর হবে ১৬ ফুটের বেশি। গঙ্গা পাড়ের লকগেটগুলি সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ওই সময় কলকাতায় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার
আশঙ্কা থাকছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola