Weather Update: ফের দুর্যোগের আশঙ্কা, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা'। ABP Ananda Live

 Weather News: সামনেই কালীপুজো, আলোর উৎসব। তবে এরই মধ্যে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ফের দুর্যোগের আশঙ্কার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'ডানা' তৈরি হবে। ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে। এও জানান হয়েছে, ২৪ তারিখ উপকূল এর হাওয়ার গতিবেগ থাকবে সম্ভাব্য  ১০০ থেকে ১১০ কিলোমিটার । সেটা বেড়ে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়ও হতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে- ডানা। কেউ কেউ সেটিকে 'দানা'ও নাম দিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কাতার। এই 'ডানা' (শব্দভেদে দানা)-নামের অর্থ মুক্ত (Free)। সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখনই এর নামকরণ করা হয়। আটলান্টিক মহাসাগর ও এর আশপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটারে উঠে গেলে নিম্নচাপ ঝড়ে পরিণত হয়। আর এ সময়ই ঘূর্ণিঝড়টিকে একটি নাম দিয়ে চিহ্নিত করা হয়। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola