Weather News: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বঙ্গে ফের বৃষ্টি
ABP Ananda LIVE: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বঙ্গে ফের বৃষ্টি। আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী-অতিভারী বৃষ্টি: নদিয়া, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। সপ্তাহভর প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। কাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ!
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ! আনন্দপুরের খাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ২টি ঘটনায় যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী, আনন্দপুরের খালে তল্লাশি
স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও বছর তেইশের তরুণীর সন্ধান এখনও মেলেনি। আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটার চালানো শিখছিলেন তরুণী, খবর সূত্রের। ওই তরুণী সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই এক যুবক, খবর সূত্রের। সঙ্গীর সঙ্গে হঠাৎ বচসা, তারপরেই মারধরের অভিযোগ স্থানীয়দের। তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে ওই যুবক, দাবি স্থানীয়দের।