Weather News: মাঘের শুরুতে শীত উধাও, সকাল থেকে ঘন কুয়াশা। ABP Ananda live

Weather Update: মাঘের শুরুতে শীত উধাও, সকাল থেকে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারেরও নীচে । ঘন কুয়াশার কারণে কলকাতায় ব্যাহত বিমান চলাচল । সকাল থেকে কলকাতাগামী ৪টি বিমানকে নিয়ে যাওয়া হয়েছে অন্য বিমানবন্দরে । সকালে কলকাতা থেকে উড়তে পারেনি কোনও বিমান । আজ সকাল থেকে কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান । কুয়াশার দাপট উত্তরবঙ্গের ছয় জেলাতেও । কুয়াশার কারণে ধীরে চলছে বহু দূরপাল্লার ট্রেনও । দেরিতে চলছে ডাউন রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস। 

 

RG কর-কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, উপযুক্ত তদন্ত চেয়ে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন... 

 

আর জি কর-কাণ্ডে (RG Kar Case) কাল সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court) । পরিবারের আবেদন নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি। CBI তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি, উল্লেখ করে মামলা। উপযুক্ত তদন্ত চেয়ে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন। পরিবারের আবেদনের ভিত্তিতেই কাল সুপ্রিম কোর্টে শুনানি।

আর জি কর-কাণ্ডে ,নির্যাতিতার পরিবারের তরফ থেকে প্রথমে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা সুপ্রিমকোর্টে যান। দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদনের মূল বিষয়বস্তু ছিল, সিবিআই তদন্তের কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে ? কলকাতা হাইকোর্টের কাছেও পরিবারের বক্তব্য ছিল, তাঁরা কিন্তু এই মামলায় প্রথম থেকেই কোথাও গিয়ে তাঁরা সিবিআই এর জন্য আবেদন করেনি। বা সিবিআই-কে তদন্তভার দেওয়া হোক, এই মর্মেও তাঁরা কোথাও গিয়েও আবেদন করেননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola