Weather Rain Updates: ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে, বিকেলের দিকে বজ্রবিদ্য়ুৎ-সহ প্রবল বৃষ্টি?

Continues below advertisement

ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। গতকাল কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। এরপরেও কমছে না অস্বস্তি। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্য়ুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                                                                     


বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কোথাও তীব্র তাপপ্রবাহ, কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram