Bankura News: ২-৩ দিন ধরে একটানা বৃষ্টি আর তার ফলে একেবারে বিপর্যস্ত বাঁকুড়া

ABP Ananda Live: ২-৩ দিন ধরে একটানা বৃষ্টি আর তার ফলে একেবারে বিপর্যস্ত বাঁকুড়া। জলযন্ত্রণা এখনও চলছে। প্লাবিত বহু গ্রাম। তালডাংরা ব্লকের একটচি গ্রামের বিদ্যালয়ে খোলা হয়েছে ত্রাণশিবির। প্রায় ১০০টিরও বেশি পরিবার এসে আশ্রয় নিয়েছে সেখানে। তালডাংরা ব্লক এলাকায় ৫টির বেশি খোলা হয়েছে ত্রাণশিবির।

 

চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার, গ্রুপ ডি কর্মীদের মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য। রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। এদিন বিচারপতি এও জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী নির্দেশ। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, নির্দেশে বলা হয়েছে এমনটাই। হলফনামা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবে মামলাকারীরা। 

মামলাকারীদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অযোগ্য চাকরিহারাদের থেকে টাকা ফেরত না নিয়ে, কীভাবে দুর্নীতি ঢাকতে ভাতার ব্যবস্থা করেছে রাজ্য? দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষাকর্মীরা কীভাবে এই ভাতা পাবে বাড়িতে বসে? সওয়ালে এই যুক্তি তোলে মামলাকারীরা। যদিও রাজ্যের তরফে বলা হয়েছিল এটি একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। সরকারের বিশেষ খাত থেকে এই অর্থ বরাদ্দ হয়ে থাকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola