Cyclone Dana Update: 'দানা'র দাপটে উত্তাল সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টি, বন্ধ ফেরি পরিষেবা

Continues below advertisement

ABP Ananda Live: ঘূর্ণিঝড় দানার জেরে ওড়িশায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাবুঘাটের বাস টার্মিনাসে পুরীগামী প্রায় সব বাসই যাত্রী শূন্য। ধর্মতলা বাস টার্মনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহরণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। দুর্যোগের আশঙ্কায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ক্যানিংয়ের একাংশে বন্ধ ফেরি চলাচল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, নৈহাটি, হাসনাবাদে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ভেসেল পরিষেবাও। মানুষকে সতর্ক করতে ফেরিঘাটগুলিতে লাগাতার মাইকে প্রচার করেন ফেরিঘাট কর্মীরা। ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হুগলির উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্তও। দুর্যোগের মাঝে বিপদ এড়াতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া নন্দীগ্রামেও বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram