Weather Report : মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
ABP Ananda Live: মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার হাওয়া বদল, হতে পারে বৃষ্টি।
'আমার কাছে দল আগে নয়, শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না'. হুঙ্কার হুমায়ুনের
ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "আমাদের শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য , রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে রাত সাড়ে ৮টা নাগাদ একটা ফোন করেন। তার আগেই উনি আমার হোয়াটসঅ্যাপে একটা শো-কজ লেটার পাঠিয়েছিলেন। ১১ তারিখে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি এবং ৭২ ঘণ্টা সময় দিই তাঁকে। যে, আপনি যে কথা বলেছেন মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বা মুসলিম বিধায়কদের টার্গেট করে, সেই কথা থেকে আপনি সরে আসুন। ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু, ১২ তারিখে তিনি আবার বলেন, এটি বলেছি...আমরা '২৬-এ ক্ষমতায় আসব। করে দেখাব। আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি, তৃণমূল সম্বন্ধে এমন কোনও কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি। কিন্তু, আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে...শুভেন্দু। তাই সেক্ষেত্রে আমি এটাই বলেছি, যে আমার কাছে দল আগে না। আগে আমার জাতির সত্ত্বা। তারপরে আমার দলের সিদ্ধান্ত সম্মান করা। সেই জায়গায় আমি অটুট আছি। সেই প্রসঙ্গেই ৩১ সেকেন্ডের ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে এবং যে কয়েক লাইন শো-কজের চিঠির সারমর্ম সেটাই বলা হয়েছে। সেটার মতোই উত্তর দিয়েছি।"