
Weather Update: আজ থেকেই বঙ্গে হাওয়া বদল, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা
ABP Ananda Live: আজ থেকেই বঙ্গে হাওয়া বদল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, এই ৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা।
আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে ৬ জেলায়। সোমবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। উত্তরবঙ্গে কাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ!
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ! দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের দুই ব্লক সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানো অভইযোগ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন দুই ব্লক সভাপতি, পাল্টা অভিযোগ বিধায়কের।তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি।