Cyclone Dana: উপকূলের দিকে এগিয়ে আসছে 'দানা', কী বলছে কলকাতা আবহাওয়া দফতর?
ABP Ananda Live: গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে এগিয়ে আসছে 'দানা'। ধামারা থেকে বর্তমানে এই ঘূর্ণিঝড় রয়েছে ২৯০ কিলোমিটার দূরে। দানা-র ফলে বন্ধ করা হয়েছে একাধিক ফেরি চলাচল। পারাদ্বীপ থেকে রয়েছে ২৬০ কিলোমিটার দূরে। সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
আরও খবর, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব। ফুঁসছে দিঘার সমুদ্র। পাশেই ওড়িশা, সেখানেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল থেকেই পর্যটকশূন্য দিঘা। সমুদ্র পাড়ের দোকানগুলির ঝাঁপ বন্ধ। টহল দিচ্ছে পুলিশ। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। দিঘায় হোটেল, লজ গতকালই খালি করার নির্দেশিকা জারি করেছে প্রশাসন