Weather Update : শক্তি বাড়ালেও বাংলা থেকে দূরে সরছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন | ABP Ananda Live

Continues below advertisement

Weather Report : বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হামুন। তবে দিক পরিবর্তন করে এগোচ্ছে বাংলাদেশের দিকে। শক্তি বাড়ালেও বাংলা থেকে দূরে সরছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। তাই প্রভাব কমবে রাজ্যে। আজ ও কাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  কলকাতায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। দিঘা, মন্দারমণি, বকখালি-সহ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা এবং আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram