Weather Update: উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম,কোন কোন জেলায় কমলা সতর্কতা?

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তরবঙ্গে (north bengal)তুমুল বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম। পশ্চিমের জেলায় তীব্র তাপপ্রবাহের(heatwave) কমলা সতর্কতা জারি। বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি। কলকাতা ও সংলগ্ন জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা, স্পষ্ট হবে চলতি সপ্তাহেই, অনুমান আবহবিদদের।

নবান্নের খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর। 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর। কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram