ABP News

Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা,দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা, নিম্নচাপের আশঙ্কা

Continues below advertisement

ABP Ananda LIVE: আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার(coochbehar) ও জলপাইগুড়িতে(jalpaiguri)। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝ়ড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্য়েই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

West Bengal News: 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়'। 'হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে'। 'হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'। 'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে'। 'একজন হকার একটিই জায়গা পাবেন'। 'পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না'। 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই' ।'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'। 'বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক'। 'বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না'। 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'। 'নেতা-পুলিশ লোভ সংবরন করুন'।'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'। 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'। 'রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক'। 'কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই'। 'নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন'। 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে'। 'আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে''বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram