Weather Update:আরও বাড়বে বৃষ্টি। দুর্যোগ, দুর্বিপাকে দক্ষিণবঙ্গ | Kolkata Weather | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আইন লঙ্ঘনের অভিযোগে ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্রীয় সরকার, পিটিআই সূত্রের খবর। 'আপত্তিকরভাবে মহিলাদের দেখানো হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে আইন', উল্লু, অল্ট, দেশিফ্লিক্স সহ ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্র। পর্ণ ছবির সহজলভ্যতা ঠেকাতে পদক্ষেপ কেন্দ্রের। অল্ট, উল্লু, বিগ শটস্ অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, লাভাসারা লাইট, গুলাব অ্যাপ, আড্ডা টিভি সহ ২০টি ওটিটি প্ল্যাটফল্ম ব্যান করল কেন্দ্র, পিটিআই সূত্রের খবর