Weather Update: সকাল থেকে সুন্দরবন এলাকায় বেড়েছে বৃষ্টির দাপট , উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র | ABP Ananda LIVE

Continues below advertisement

নিম্নচাপের বৃষ্টিতে রক্ষা নেই, দোসর পূর্ণিমার ভরা কটাল। জোড়া ফলায় সকাল থেকে সুন্দরবন এলাকায় বৃষ্টির দাপট বেড়েছে। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের পাশাপাশি, পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় বাঁধ উপছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উপকূল এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন। নদী ও সমুদ্রের জলস্তর বাড়লে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের বেহাল একাধিক মাটির বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে অস্থায়ী বাঁধ তৈরির কাজ। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মহকুমা শাসকের দফতর, সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর, কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসে কন্ট্রোলরুম খোলা হয়েছে। প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পরিস্থিতি বুঝে প্রয়োজনে কাকদ্বীপ মহকুমা এলাকায় ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেবে প্রশাসন।  সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি মন্দিরতলায় নির্মীয়মাণ নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। গার্ডওয়াল টপকে হুগলি নদীর জল ঢুকতে শুরু করায়, ভাসছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram