weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত
ABP Ananda Live: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
আরও খবর, ABP Ananda Live: বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দু'জনেই ইনভলভড রয়েছে। কেন রয়েছে? : কল্যাণ। 'ববিদা, মদন মিত্ররা তো জেল খেটেছেন', অভিষেকের হয়ে ব্যাটিংয়ের পর ফিরহাদ-মদনের আক্রমণের পাল্টা জবাব হুমায়ুনের। সিপিএমের পেটোয়া লোক, তাঁর প্রোগ্রামে চলে যাচ্ছে। আমরা জানতে পারি না...সেল্ফ ইন্টারেস্ট: জাভেদ। দেবাশিস কুমরারের ভূমিকায় প্রশ্ন জাভেদের। বুধবার ব্যপাক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হবে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে। ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি এজেন্সির। ১৬ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, কোর্টে জানাল জেল কর্তৃপক্ষ।