Weather Update:শরতের সুর আকাশ জুড়ে, কালো মেঘ কেটে হাসছে পাহাড়। ABP Ananda Live

Continues below advertisement

কালো মেঘ কেটে হাসছে পাহাড়। শরতের সুর পাহাড়ের আকাশ জুড়ে। দার্জিলিংয়ে সকাল সকাল কাঞ্চন-দর্শন। অনেকদিন পর এমন নয়নাভিরাম দৃশ্য। বর্ষার শেষে চোখের স্বস্তি। পুজোর ছুটিতে যেন ডাকছে পাহাড়। 

এদিকে নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন। বুধবার দুর্গাপুর ব্যারাজ লাগোয় বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে DVC-কে আক্রমণ করেন মন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে DVC-র জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অন্যদিকে, DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নতুন করে জল না ছাড়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ২ লক্ষ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়। আজ সকাল ১০টা পর্যন্ত ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram