Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, বাংলায় বৃষ্টি কবে?

Continues below advertisement

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সেটির উত্তর-পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাংলায় প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা। যদিও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। কাল সন্ধের মধ্যে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আপাতত কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি হবে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ষষ্ঠ দফা ভোটের দিনও বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।

শুধু ঝড়বৃষ্টির ইঙ্গিত নয়, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া  পূর্ব বর্ধমানের সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের বুধবার বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।  ২৫ তারিখেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যেমন দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর  ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।  অন্যদিকে, উত্তরবঙ্গে  বুধবার সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। । বিশেষ করে দিনাজপুর এবং মালদাতে কমলা সতর্কতা দেয়া হয়েছে আজ এবং নর্থ বেঙ্গল এর বাঁকি জেলাগুলিতে হলুদ সর্তকতা দেয়া হয়েছে আজ। ২৪ ও ২৫ উত্তর বঙ্গে কোনো সতর্ক বার্তা নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram