Weather Update । নতুন বছরে বঙ্গে ফিরল শীত, কলকাতায় পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে । ABP Ananda Live
নতুন বছরে বঙ্গে ফিরল শীত। কলকাতায় পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। যদিও তা এই সময়ে স্বাভাবিক। এর আগে ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। তবে এই শীত-সুখ বেশিদিনের নয়। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।
Tags :
Winter Rain Forecast Winter In West Bengal Weather Update KOLKATA Temperature Decreases Kolkata Weather Forecast