Weather Update: আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Continues below advertisement

ABP Ananda Live: কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘ডানা’র ভ্রুকুটি। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা । উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ । সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি, মাইকে প্রচার প্রশাসনের। দুর্যোগের আশঙ্কায় উত্তরবঙ্গের পাহাড় ও সিকিম ভ্রমণে পর্যটকদের সতর্ক করল রাজ্য সরকার।

নবান্নে বৈঠকের আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ করেই চলেছে তৃণমূল। কখনও সওকত মোল্লা , কখনও অসিত মজুমদার। সোমবার বিকেলেই নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক । তার আগে আবারও আন্দোলনরত চিকিৎসকদের নাম ধরে ধরে এবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। সরাসরি দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নাম করে FIR করার কথা বললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। 

ফের কুণাল ঘোষের নিশানায় জুনিয়র ডাক্তাররা। বললেন, 'বাম-অতি বামের প্ররোচনায় যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে, স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে, নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তবে কিঞ্জল নন্দ-র বিরুদ্ধে করবেন না। কারণ, ও ওদের সঙ্গে থাকলেও সূত্রের খবর বিশৃঙ্খলায় সহমত নয়। নবান্নে বৈঠকের আগে ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram