Weather Update: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গে (South bengal)তীব্র তাপপ্রবাহ (heatwave)। স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। 'পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে'। 'সময় পরিবর্তন করলেও পঠনপাঠন ও মিড ডে মিল পরিষেবা অব্যাহত রাখতে হবে'। প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদকে পরামর্শ দিল সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেই বিধি কার্যকর হবে।

নবান্নের খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর। 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর। কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola