Weather Update: কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে ? কী জানাল আবহাওয়া দফতর ?

Weather News: শীত কবে আসবে ? হেমন্তের হিমেল হাওয়া গায়ে মেখে এখন শীতের অপেক্ষায় বাংলা। কালীপুজোর পরও শহরে তেমন ঠান্ডার রেশ ছিল না। হবে কার্তিকের শেষে তাপমাত্রা নামল কুড়িতে। কয়েকদিনের মধ্যে আরও কিছুটা তাপমাত্রা কমার আশায় বাংলা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত এই তাপমাত্রা কমতে থাকবে ধীরে ধীরে। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়তে পারে।

আরও খবর...

আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola