Weather Update: বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট, গোটা রাজ্যেই শীতের শিরশিরানি। ABP Ananda Live
Continues below advertisement
কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনী। পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital Weather Update ABP Ananda Winter Forecast ABP Ananda Bengali News Winter Forecast