Weather Update: কবে থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা ? কী জানাল আবহাওয়া দফতর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।
আরও খবর...
গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। টিউশনে যাওয়ার সময় বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার এলাকারই এক যুবক। অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর, দাবি পরিবারের।
আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।
দাবি মতো চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে এক বৃদ্ধকে 'পিটিয়ে' খুন করার অভিযোগ করল পরিবার। পরিবারের দাবি, স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে বার বার জানানো হলেও দৌরাত্ম্য কমেনি দুষকৃতীদের। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। পুলিশের দাবি, চাঁদার নামে তোলাবাজি নয়, জুয়ার ঠেকে বিবাদের জেরেই ঘটেছে এই ঘটনা।