West Bardhaman : তীব্র গরমের মধ্যে পশ্চিম বর্ধমানের অন্ডালে ছড়িয়েছে ডায়রিয়া-আতঙ্ক ।Bangla News
পশ্চিম বর্ধমানের অন্ডালে ছড়িয়েছে ডায়রিয়া-আতঙ্ক। জল বাহিত রোগে আক্রান্ত হয়েছেন একইগ্রামের ২০-২৫ জন। বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। গ্রামে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। এরইমধ্যে জলকষ্ট নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Andal Water Crisis West Bardhaman Diarrhea Contaminated Water এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Summe Heat Wavew