TMC-BJP Chaos: পার্কিং জোনের দখলদারি ঘিরে বছরের প্রথম দিনেই TMC- BJP-র ঝামেলায় উত্তপ্ত বকখালি

Continues below advertisement

ABP Ananada Live: বিক্ষোভ, স্লোগান থেকে একে অপরকে দোষারোপ। পার্কিং জোনের দখলদারি ঘিরে বছরের প্রথম দিনেই তৃণমূল - বিজেপির ঝামেলায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি পর্যটন কেন্দ্র। 

 

আরও খবর, বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।  

কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ  বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram