West Bengal: ভুয়ো কললেটার নিয়ে আসার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই পাকড়াও ৩ জন

নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মধ্যে এবার প্রতারণা চক্র? ভুয়ো কললেটার নিয়ে আসার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Shiksha Parshad) অফিসেই পাকড়াও হলেন এক চাকরিপ্রার্থী-সহ ৩ জন। এদের মধ্যে একজন অভিযুক্তের আত্মীয় ও তৃতীয় ব্যক্তি মধ্যস্থতাকারী বলে পর্ষদ সূত্রে খবর মিলেছে। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ (Bidhannagar Police Commisionarate )। প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, ভুয়ো কললেটার নিয়ে হাজির হন একাধিক চাকরিপ্রার্থী। এদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের (West Bengal) এক চাকরিপ্রার্থীকে আটক করা হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola