WB: ষষ্ঠীর দিনও গান্ধী মূর্তির কাছে বসে রয়েছেন নবম থেকে দ্বাদশের চাকরিপার্থীরা,৫৬৬ দিনে পড়ল আন্দোলন
ষষ্ঠীর দিন যখন গোটা শহর আনন্দ উত্সবে মাতোয়ারা, তখন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখের জল বাঁধ ভাঙল। ষষ্ঠীর দিনও গান্ধী মূর্তির কাছে বসে রয়েছেন নবম থেকে দ্বাদশের চাকরিপার্থীরা। এই নিয়ে তাঁদের আন্দোলন ৫৬৬ দিনে পড়ল।