West Bengal: বাড়ির ছাদে টিনের শেড, কাজ বন্ধ করতে বলে চড়াও কাউন্সিলর! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : কালনা, বনগাঁর পরে এবার চন্দ্রকোণায় তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব! এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'! ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও কিছু না করার সাফাই তৃণমূল নেতার! বাড়ির ছাদে টিনের শেড, কাজ বন্ধ করতে বলে চড়াও কাউন্সিলর! রণংদেহী কাউন্সিলর, হুমকি থেকে গায়ে হাত, বাদ গেল না কিছুই! পুরসভার আইন মেনেই নির্মাণের কাজ, দাবি অভিযোগকারীদের। হামলার অভিযোগ উড়িয়ে বেআইনি নির্মাণের পাল্টা দাবি কাউন্সিলরের। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা, আশ্বাস চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সনের। চন্দ্রকোণা থানায় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। 

আরও খবর..

ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি ইডি-র । '১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে'। জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা কোর্টকে জানাল জেল কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয় রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে । জ্যোতিপ্রিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ হল না শুনানি। কাল মামলার পরবর্তী শুনানি। অ্যাপোলোতে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র । কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানতে চেয়ে অ্যাপোলো কর্তৃপক্ষকে চিঠি ED-র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola