West Bengal Assembly 2026: কাকে ভোট দেবেন? ছাব্বিশের আগেই হালিশহরে বাড়ি বাড়ি আসছে ফোন
ABP Ananda Live: কাকে ভোট দেবেন? ছাব্বিশের আগেই হালিশহরে বাড়ি বাড়ি আসছে ফোন। কার পাল্লা ভারি? সমীক্ষা চালাচ্ছে শাসক-বিরোধী সবপক্ষই। ২০২৬-এর বিধানসভা ভোট-যুদ্ধে এখনও বেশ কয়েকমাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল-ফাইট।বিজেপি...তৃণমূল...থেকে সিপিএম-কংগ্রেস - পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে 'মুহাব্বত কি দোকান' সোশাল মিডিয়ায় সেনসেশন ছড়িয়েছিল। GEN Z ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যপ্তি বাড়াতে, ইন্সটাগ্রাম-সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। এরইসঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো! তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা! তা নিয়ে আবার উত্তর ২৪ পরগনার হালিশহরে হুলস্থুল বেধে গেছে। তাঁদের অভিযোগ, প্রশ্ন করা হচ্ছে, ২০২১-র বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? ২০২৪-এর লোকসভা নির্বাচনেই বা কাকে ভোট দিয়েছেন? ২০২৬ সালের বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন?