West Bengal Assembly: আজও উত্তাল বিধানসভা, বিধানসভার গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজও উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির । বিজেপির মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট । বিধানসভার গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপির । 'ধর্মীয় স্থান রক্ষা করা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা বিঘ্নিত হচ্ছে' । অভিযোগ তুলে প্রস্তাব বিজেপি বিধায়কের । প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজেপির ওয়াকআউট । বিধানসভা থেকে বেরনোর সময় কাগজ ছুঁড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের । এরপর থেকে আর কোনও কাগজ দেওয়া হবে না, সচিবালয়কে নির্দেশ স্পিকারের
ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''