West Bengal Assembly: বিধানসভায় তুলকালাম, বের করে দেওয়া হল দুই বিজেপি বিধায়ককে

ABP Ananda Live: ফের বিধানসভায় তুলকালাম। মার্শাল ডেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দিলেন স্পিকার। সাসপেন্ড আরও এক বিজেপি বিধায়ক। বিধানসভায় সাসপেন্ড বিজেপি বিধায়ক, প্রতিবাদে রাজভবনে শুভেন্দু। 

 

শুটআউটের ঘটনার পর তীব্র আতঙ্কে ভুগছেন খোদ কাউন্সিলর

 

শনিবার ভরসন্ধেয় বেলঘরিয়ায় শুটআউটের ঘটনার পর তীব্র আতঙ্কে ভুগছেন খোদ কাউন্সিলর। তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু কারা হুমকি দিল? ভয়ের চোটে প্রকাশ্যে নামও বলতে নারাজ তৃণমূল কাউন্সিলর। এমনকী, তাঁর দাবি, ২ বছর আগেই হুমকির কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। যাদবপুরে কাটবে জট? বৈঠকের দিনও উত্তপ্ত ক্যাম্পাস। ওমপ্রকাশ মিশ্র ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর প্রতিবাদ। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ পড়ুয়াদের, হাত জোড় করে ঢুকলেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola