West Bengal Assembly: মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিজেপি বিধায়কদের টানা স্লোগান । 'আমাদের ৪২ জন সাংসদ আছে' ওরা BA কমিটির বৈঠকে যায়, চেয়ারকে সম্মান করতে হয়' । সব সময় ওদেরকে বলি লোকসভা বন্ধ করার জন্য নয়' । 'ওদের বলি, আপনারা চেষ্টা করবেন লোকসভা যাতে সচল থাকে' । রোজ হাউস ভাঙচুর করাটা আমাদের কর্তব্য হতে পারে না, বিজেপির উদ্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রীর । 'আমার বাড়িতে কালী পূজা হয়, সব ধরনের পূজা হয়, আপনারা ধর্মীয় কার্ড খেলছেন' । 'মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়' । কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না, বিজেপির উদ্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রীর

হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

'শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে', হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।

যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি লালবাজারের। ক্যাম্পাসের কোন জায়গায় করা যায় আউটপোস্ট, সেই জায়গা চিহ্নিত করতে চিঠি লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্টে ২৪ ঘণ্টাই থাকবে পুলিশ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর। দলীয় কর্মীদের হাতেই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আক্রান্ত হওয়ার অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে উপপ্রধানের অনুগামীরা শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয়। গন্ডগোলের আঁচ ছড়িয়ে পড়ে রাজারহাট থানায়। তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যে একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola