BJP News : ফের বিধানসভায় তুলকালাম। ২ বিজেপি বিধায়ককে বের করে দিলেন স্পিকার। বিস্ফোরক শুভেন্দু

ABP Ananda LIVE : ফের বিধানসভায় তুলকালাম। মার্শাল ডেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দিলেন স্পিকার। সাসপেন্ড আরও এক বিজেপি বিধায়ক। বিধানসভায় পিএসসি নিয়ে প্রশ্ন হিরণের। অধ্যক্ষ এক্তিয়ার স্মরণ করাতেই প্রতিবাদ। মাইক বন্ধের অভিযোগ। স্পিকারের বিরুদ্ধে স্লোগান। শঙ্কর ঘোষ ও মনোজ ওঁরাওকে বের করে দিলেন মার্শাল। বিধানসভায় বিজেপির বিক্ষোভে ধুনধুমার। মার্শাল জেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দেওয়ার প্রতিবাদ। বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। ১ মাসে সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক। 

 

West Bengal News: ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন!

তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন! তৃণমূল ভবনে বিজেপি বিধায়ক, অরূপের সঙ্গে সাংবাদিক বৈঠক। সিপিএম ছেড়ে বিজেপিতে, এবার তৃণমূলে তাপসী মণ্ডল। ১৯ ডিসেম্বর, ২০২০: সিপিএম থেকে অমিত শাহের সভায় বিজেপিতে তাপসী মণ্ডল। ২০২১-এর ভোটে বিজেপির টিকিটে জিতে ফের তাপসী মণ্ডলের দলবদল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola