WB By Election 2024: 'ছাপ্পা ভোট'-র প্রতিবাদে বাগদায় BJP প্রার্থীকে 'নিগ্রহ', সংবাদ মাধ্যমের উপরেও 'হামলা'

Continues below advertisement

 Bagda Assembly By Election 2024: বাগদা উপনির্বাচনে ছাপ্পা ভোট চলছে , প্রতিবাদ জানিয়ে বলেছিলেন বিজেপি প্রার্থী, এরপরেই তাঁর গাড়ি ঘিরে হামলার চালিয়েছে তৃণমূল সমর্থকেরা বলে অভিযোগ। সংবাদমাধ্যমের গাড়ির উপরেও চলেছে হামলা বলে অভিযোগ।

মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী। তৃণমূল এই আসনে প্রার্থী করেছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য়, দলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া প্রজন্মের নতুন মুখ, ২৫ বছর বয়সী সেই মধুপর্ণাকেই ভোট-রাজনীতিতে নামিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয়কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে অশোককুমার হালদার। ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram