By Election 2024:'জানলার কাচ, সিসি ক্যামেরা ভাঙচুর, মাঝরাতে ৩০-৩৫জন চড়াও হয়',আভিযোগ বিজেপি এজেন্টের
ABP Ananda LIVE: জানলার কাচ, সিসি ক্যামেরা ভাঙচুর। মাঝরাতে ৩০-৩৫জন চড়াও হয়, আভিযোগ বিজেপি কর্মীর। বুধবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভায় উপনির্বাচন (West Bengal ByPolls) হবে। শেষ মুহূর্ত্বে চারটি বিধানসভাতেই নিরাপত্তা ব্যবস্থা (security arrangement) আরও বাড়াল নির্বাচন কমিশন (ECI)। উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda), নদিয়ার রানাঘাট-দক্ষিণ (Ranaghat-Dakshin), উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ও কলকাতার মানিকতলা (Maniktala) বিধানসভায় মোট ৩৪ জন প্রার্থী লড়াই করছেন। চারটি বিধানসভায় মোট বুথের সংখ্যা ১০৯৭। তার মধ্যে রায়গঞ্জে ২১২, রানাঘাট-দক্ষিণে ৩০৭, বাগদায় ৩০১ ও মানিকতলায় ২৭৭টি বুথ। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন সূত্রে আরও জানা গেছে, রানাঘাট-দক্ষিণে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬২টি, মানিকতলায় ২১, বাগদায় ৩৯ ও রায়গঞ্জে ২০। রায়গঞ্জে কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন থাকবে ৩৮টি, রানাঘাট-দক্ষিণে ৩০, বাগদায় ৩০ ও মানিকতলায় ৪৯টি। এবারের উপনির্বাচনে রায়গঞ্জে পোস্টাল ব্যালট ভোট পড়েছে ২২৬টি, মানিকতলায় ২৫৩, বাগদায় ২৭৫ ও রানাঘাট-দক্ষিণে ২২৬টি। মানিকতলায় মাইক্রো অবজার্ভার থাকছেন ২১ জন, বাগদায় ২৫, রানাঘাট-দক্ষিণে ৫৯ ও রায়গঞ্জে ১৮ জন।