Siddiqullah Chowdhury: 'এদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার', শুভেন্দুকে আক্রমণ সিদ্দিকুল্লার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বুধবার, তাঁর মুখে শোনা গেছিল ঠ্য়াং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। আর বৃহস্পতিবার শুভেনদু অধিকারীকে আক্রমণ শানাতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, এদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। শঙ্কর ঘোষ বলেন, বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ, এটা গণতন্ত্রের কালো অধ্য়ায়। 

ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য

মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য। 'কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে', ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের। 

 'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই', শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রং খেলা যাবে, জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। 'বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি', ফেসবুকে পোস্ট বীরভূম জেলা পুলিশের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola