WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। বিধানসভায় বেনজির সংঘাত। সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কট বিজেপির। গেরুয়া পাগড়ি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। নজিরবিহীন নিরাপত্তার চাদরে মোড়া বিধানসভা। গেটে কড়া নিরাপত্তা কী বার্তা মমতার ?
Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, ‘এত প্ররোচনার পরও পশ্চিমবঙ্গ শান্ত, প্ররোচনায় পা দেবেন না’, বললেন বিধানসভার স্পিকার
একদিন আগেই সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন। তাঁর দাবি, সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক মন্তব্য করেছেন শুভেন্দু। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দুর মন্তব্য সংবিধানের পরিপন্থী এবং সেই প্ররোচনায় পা দিলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে বলে জানালেন তিনি। (Suvendu Adhikari)