
Suvendu Adhikari : বঙ্গ বিধানসভায় তুলকালাম ! সাসপেন্ড BJP-র ৪ হেভিওয়েট। ওয়াকআউট শুভেন্দু ও বাকিদের
ABP Ananda LIVE : বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও। আগামী ১ মাস তাঁরা বিধানসভায় আসতে পারবেন না।
'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল' এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
Suvendu Adhikari : 'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার' বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে বললেন শুভেন্দু
রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর এবার নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত। অপর একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত জি কর মেডিক্যাল কলেজের। ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইঞ্জেকশন ম্যানিটল স্ট্রোকে আক্রান্তদের প্রয়োগ করা হয়। চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের। সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ, খবর হাসপাতাল সূত্রে। আগাম সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত, জানিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।