Anubrata Mondal: ১৮ মাস তিহাড়ে কাটিয়ে ডেরায় ফিরলেন ববির বাঘ, নকুলদানা বিলি সমর্থকদের
ABP Ananda Live: প্রায় ২ বছর পর জামিন, জেল থেকে বীরভূমে কামব্যাক কেষ্টর। উচ্ছ্বসিত সমর্থকরা। পুষ্পবৃষ্টি, ঢাক বাজিয়ে স্বাগত। ১৮ মাস তিহাড়ে কাটিয়ে ডেরায় ফিরলেন ববির বাঘ। নকুলদানা বিলি সমর্থকদের। দরজা থেকেই ফিরতে হল কারামন্ত্রী, বোলপুরের সাংসদ থেকে সিউড়ির বিধায়ককে। আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগে রণক্ষেত্র ইসলামপুর। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গ্রামবাসীদের তাড়া। আবাস থেকে জেলা পরিষদের জমিও বিক্রি! মাল পুরসভার ১২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বিতর্কের মুখে চেয়ারম্যানকেই সাসপেন্ড করে সরিয়ে দিল তৃণমূল। ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যান মেড বন্যা হয়। প্লাবেন রাজ্যে ২৮ জনের মৃত্যু। এখানে বর্ষায় বন্যা হয় না, ডিভিসি-র ছাড়া জলে হয়। ফের মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। জপথে ফের চাকরিপ্রার্থীরা। ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবি। পরে প্রতিবাদের মানববন্ধন।