BJP News: মণ্ডল সভাপতি নির্বাচনে প্রকাশ্যে বিজেপির কোন্দল
ABP Ananda Live: বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় অশান্তি। মণ্ডল সভাপতি নির্বাচনে প্রকাশ্যে বিজেপির কোন্দল। জেলা সভাপতি নির্বাচনের আগে বৈঠকে রাজ্য বিজেপি।
শাসক কোন্দলে ফের উত্তপ্ত বীরভূম। এলাকা দখলের লড়াই, গোষ্ঠীসংঘর্ষে তৃণমূলকর্মীকে পিটিয়ে হত্যা। কাঁকরতলায় বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে ঘিরে হামলা। পিটিয়ে খুন। ব্লক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। এলাকা দখলের লড়াইয়ে তপ্ত কাঁকরতলা। ঘটনাস্থলের কাছে মিলল বোমা। উদ্ধার হাতুড়ি, শাবল। খুনে অভিযুক্ত তৃণমূলকর্মী শেখ কালোর খোঁজে তল্লাশি। কাঁকরতলা থেকে নানুর, বীরভূমে দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। অনুব্রত অনুগামীদের বাড়িতে আগুন। কাঠগড়ায় কাজল ঘনিষ্ঠরা। বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় অশান্তি। এবার বাদুড়িয়ায় বিজেপি অফিসে তালা, টাকা নিয়ে সভাপতি করার অভিযোগ। অস্বীকার মণ্ডল সভাপতির। বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে অস্বস্তির মধ্যেই জেলা সভাপতি নির্বাচনের প্রস্তুতি। সল্টলেকের দফতরে সুকান্ত-শমীক-লকেটদের সঙ্গে বৈঠক সুনীল বনসল, অমিত মালব্যর। চণ্ডীতলায় গুলিবিদ্ধ IC, ঘটনায় এখনও রহস্য। কে এনেছিল দেশি পিস্তল? কীভাবে পুলিশের কাছে বেআইনি অস্ত্র? মুখে কুলুপ প্রাক্তন IC-র।