Singur : প্রধানমন্ত্রীর সভা ঘিরে, সিঙ্গুরে বিক্ষোভ, পোস্টার বিরোধীদের। Narendra Modi
ABP Ananda LIVE :সিঙ্গুরে প্রধানমন্ত্রী সবার আগে শুধু যে স্লোগান দেওয়া হলো বিক্ষোভ দেখানো হলো এমনটা নয় সিঙ্গুর জুড়ে কিন্তু পোস্টার ও পড়লো আর বিতর্ক দানা বেঁধেছে মোদির সভাস্থলে জমি নিয়েও। সিংহের ভেড়ি এবং গোপালনগর মৌজার জমি মালিকদের একাংশের অভিযোগ তাদের জমির উপর সভা হলেও কোন অনুমতি নেওয়া হয়নি। লিখিতভাবে ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন কৃষকদের একাংশ। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, 'মমতা ব্যানার্জি এবং টিএমসি নাগরিক কত হরণ যে সভার বা মানে ফ্লেক্সের কথা বলছেন লাগিয়েছেন বাংলার মানুষ জানে আজকে ১৫ টা বছর কিভাবে আপনারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার শিফটেড ভোটার এর দ্বারা আপনারা কিভাবে ভোট করিয়েছেন সুতরাং আপনি পোস্টার লাগান ফ্লেক্স লাগান হোডিং লাগান মানুষকে তাতিয়ে দিন যেভাবে আপনি তাতাচ্ছেন আপনি ওটাই ভালো পারেন লাভ হবে না।'