Bogtui : সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু, থমথমে বগটুই গ্রাম, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।Bangla News
সিবিআই হেফাজতে থাকাকালীনই বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু! সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। লালন শেখ আত্মঘাতী হয়েছে বলে দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। অন্যদিকে পিটিয়ে মারার অভিযোগ করেছে লালন শেখের পরিবার। কিন্তু সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে মৃত্য়ু? উঠছে প্রশ্ন!
লালন শেখ মৃত্যুর পর থেকে থমথমে বগটুই গ্রাম। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
Tags :
Police CBI ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bogtui