
WB Budget 2025 : 'ভিক্ষাভাতা দেওয়া হয়েছে', DA বৃদ্ধি প্রসঙ্গে বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা
ABP Ananda LIVE : '৪ শতাংশ DA ঘোষণা করা হয়েছে। 'ঘেউ ঘেউ করবেন না' মন্তব্যে নিজেদের জয় বলে মনে করছি। বকেয়ার পরিমান একই পর্যায়ে আছে। বকেয়ার পরিমান যতদিন না বাড়ছে আন্দোলন চলবে। ভিক্ষাভাতা দেওয়া হয়েছে', বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা
WB Budget LIVE : কন্যাশ্রী প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি খরচ করে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
'ভোট এলে একরকম কথা বলে কেন্দ্রীয় সরকার'। 'আমাদের বাজেটে আমরা সেরকম কিছু করিনা'। 'আমাদের রাজস্ব থেকে আমরা বাজেট বরাদ্দ করি' । 'সব কর তুলে নিয়ে যায় কেন্দ্র, আমরা কিছু পাই না'। 'গ্রামীণ বাড়ি বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাও আমরা করছি' । '১০০ দিন থেকে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র' । 'সীমিত সাধ্যে ২৮ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে' । আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না: মুখ্যমন্ত্রী । 'রাজ্যপাল তাঁর ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন' । 'মার্চের মধ্যে ৪৫ লক্ষই এই প্রকল্পের সুবিধে পেয়ে যাবে' । 'অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করেছে' । আমরা বাজেটে যে কথা দিন, তা পূরণ করি: মুখ্যমন্ত্রী । 'আরও কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য' । 'এবার আমরা সাড়ে ৪ লক্ষ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছি', মন্তব্য মমতার